BDTronics অ্যাফিলিয়েট প্রোগ্রাম
BDTronics অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিয়ে আয় করুন ঘরে বসে। রয়েছে প্রতিটি বিক্রয়ে 3-5% পর্যন্ত কমিশনের সুবিধা। আপনার কি প্রচুর ট্রাফিকসহ একটি ব্লগ/ ওয়েবসাইট রয়েছে? আপনি কি একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর? তাহলে, এই প্রোগ্রাম আপনাকে বাড়তি আয় এনে দিতে পারে এবং একটি নতুন ইনকাম সোর্সের সুযোগ করে দিবে। আপনার থাকতে হবে না কোন স্টোর বা শো-রুম। শুধুমাত্র ফলোয়ার/ অডিয়েন্সের নিকট মার্কেটিং করে বা সোশ্যায়াল পোস্ট থেকে আপনি তৈরী করতে পারেন একটি নির্ভরযোগ্য আয়ের উৎস।
কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহন করব?
১) প্রথমে আপনাকে BDTronics এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে হবে। নিম্নের লিংকটি ভিজিট করুন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করুন: https://www.bdtronics.com/customer/account/create/
অতঃপর, আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করুন info@bdtronics.com
অথবা, সরাসরি কল করুন এই নাম্বারে +880 1974 277 797
২) পার্টনার হওয়ার পর আপনাকে একটি ”অ্যাফিলিয়েট লিংক” দেয়া হবে, যা আপনি আপনার ওয়েবসাইটে উপস্থাপন করতে পারেন। তাছাড়া, আপনি আপনার YouTube Channel/ ব্লগে আমাদের প্রোডাক্টগুলো প্রমোট করে অ্যাফিলিয়েট লিংকটি আপনার অডিয়েন্সের নিকট উপস্থাপন করতে পারেন। এই লিংকটি ভিজিট করে অথবা, আপনার ব্র্যান্ড/ অ্যাফিলিয়েট আইডি উল্লেখ করে যে সকল ভিজিটর BDTronics ওয়েবসাইট থেকে পন্য ক্রয় করবে, প্রতিটি ক্রয়ের উপর আপনার জন্য নির্দিষ্ট কমিশন বরাদ্দ রাখা হবে।
সেই সাথে, BDTronics আপনাকে অ্যাফিলিয়েট ব্যানার এবং কোড সরাবরাহ করবে যা আপনি আপনার ওয়েবসাইটে খুব সহজে ইনস্টল করে আপনার অ্যাফিলিয়েট সেলসে কে তরান্বিত করতে পারেন।
৩) BDTronics.com এ লগ-ইন করে ড্যাশবোর্ড থেকে আপনি আপনার অ্যাফিলিয়েট সেলস্গুলো মনিটর করতে পারবেন।
৪) মাসিক ভিত্তিতে আপনার উপার্জিত কমিশন আপনার প্রদত্ত একাউন্টে জমা দেয়া হবে।
নিয়ম ও শর্তাবলী:
১) অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণকারীকে Affiliate Partner নামে অবিহিত করা হবে।
২) অ্যাফিলিয়েট পার্টনার তার কাস্টমারকে Referral Code প্রদান করবেন। উক্ত কাস্টমারকে Referred Customer নামে অবিহিত করা হবে।
৩) Referred Customer কে অবশ্যই BDTronics ওয়েবসাইটে রেজিস্টেশন করে অর্ডার প্লেস করতে হবে। অন্যথায় উক্ত অর্ডারের কমিশন Affiliate Partner এর ব্যালেন্সে যুক্ত হবে না। অর্থাৎ Guest customer থেকে প্রাপ্ত অর্ডারের কমিশন Affiliate Program এ অন্তর্ভুক্ত নয়।
৪) প্রতি মাসের ১ তারিখ থেকে ঐ মাসের সর্বশেষ তারিখ পর্যন্ত সকল বিক্রয়গুলো ঐ নির্দিষ্ট মাসের অন্তর্ভুক্ত থাকবে।
৫) কমিশন শুধুমাত্র বিক্রিত পন্যের মূল্যের উপর প্রযোজ্য হবে। শিপিং ফি, হ্যান্ডেলিং ফি ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ কমিশনের অন্তর্ভুক্ত নয়।
৬) কোন অর্ডার রিটার্ন দেয়া হলে অথবা, আংশিক/ পূর্ণ রিফান্ড দেয়া হলে, কমিশন স্বয়ংক্রিয়ভাবে কর্তন/ ঠিক করা হবে।
৭) উপার্জিত কমিশন পরবর্তি মাসের ১৫ তারিখে সয়ংক্রিভাবে আপনার একাউন্টে জমা দেয়া হবে। অথবা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকে withdraw করতে পারবেন।
৮) অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্ট্রেশন করার পর আপনার ওয়েবসাইটের রেংকিং, কোয়ালিটি ইত্যাদি বিবেচনায় প্রাথমিক কমিশন রেট নির্ধারন করে দেয়া হবে।
৯) আমাদের ওয়েবসাইটে উল্লেখিত সাধারন শর্তাবলী এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের শর্তাবলীর মধ্যে অন্তর্ভুক্ত।
১০) অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কিত যে কোন নিয়ম ও শর্তাবলী BDTronics পরিবর্তন, পরিবর্ধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষন করে। এক্ষেত্রে BDTronics এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১১) অ্যাফিলিয়েট পার্টনার কর্তৃক কোনরূপ fraudulent activity শনাক্ত হলে বা প্রমাণিত হলে, উক্ত পার্টনারের ব্যালেন্স freeze ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের অধিকার BDTronics সংরক্ষণ করে।
১২) অ্যাফিলিয়েট একাউন্ট এপ্লাইকারীর যে কোন অ্যাপ্লিকেশন BDTronics গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে। তা BDTronics টিম কর্তৃক Verify করা হবে। অ্যাপ্লিকেশন গ্রহণ বা বাতিলের ব্যাপারে কোনরূপ জবাবদিহিতায় BDTronics বাধ্য নয়।
BDTronics Affiliate Program
Earn money by joining the BDTronics Affiliate Program. This affiliate program gives you an extra boost to your income and allows you to earn up to ৩-৫% commissions on each sell. Do you have a blog/ website with lots of traffic? Are you a Youtube content creator? Then, BDTronics Affiliate Program can help you enhance your earnings and create a new revenue stream.
How to join the Affiliate Pogram?
1) At first you need to register for the affilaite program. Please follow this link to register: https://www.bdtronics.com/customer/account/create/
Then, send us an email at info@bdtronics.com
or, call us directly at +880 1974 277 797
2) Once you become a partner, you will be provided an "Affiliate Link" which, you can put on your website. Also, you can promote our products on your YouTube Channel/ Blog and introduce the affiliate link to your audience. We will pay you a commission for all web visitors using that link and buying products from BDTronics.
Also, we will provide you affiliate banner image and installation code that you can use on your website to advertise our products. Visitors to your website can click on the link or ad taking them to BDTronics.com.
3) You can monitor your affiliate sales by logging into your account on our website.
4) The commission would be deposited to your account on a monthly basis.
Terms and Conditions:
1) All sales from the 1st day of every month to the last day of that month shall be included in that particular month.
2) Commission will be applicable only on the price of goods sold. Shipping fees, handling fees and other incidental charges are not included in the commission.
3) In case of any order return or, partial/ full refund, the commission will be deducted/ adjusted accordingly.
4) Earned commission will be automatically credited to your account on 15th of the following month.
5) After registering in the affiliate program, the initial commission rate will be determined based on the ranking, quality, etc. of your website.
6) The general terms and conditions mentioned on our website are included in the terms of this affiliate program.
7) BDTronics reserves the right to change, extend or cancel any rule, terms and conditions related to the affiliate program. In this case the decision of BDTronics will be considered final.