সোলার সিস্টেমের জন্য কোন চার্জ কন্ট্রোলারটি বেস্ট?
SRNE brand MPPT Solar Charge Controller in Bangladesh
SRNE Shiner Series বর্তমানে সর্বাধুনিক প্রযুক্তির লেটেস্ট মডেলের MPPT প্রযুক্তির সোলার চার্জ কন্ট্রোলার। এর রয়েছে 99% efficiency যা সোলার প্যানেল থেকে সর্বাধিক পরিমান energy harvest করার নিশ্চয়তা দেয়। 12V, 24V and 48V সোলার সিস্টেম ও লেডএসিড, লিথিয়াম, জেল এবং কাস্টম টাইপের সকল ব্যাটারি এটি সাপোর্ট করে।
সেই সাথে optionally রয়েছে Bluetooth, Temperature Sensor এবং কমিউনিকেশনের জন্য RS485 connection সুবিধা।
 
সর্বোচ্চ কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করা যাবে❓
⭐ 30Amp কান্ট্রোলার 12V ব্যাটারির সাথে সর্বোচ্চ 400W সোলার প্যানেল।
⭐ 30Amp কান্ট্রোলার 24V ব্যাটারির সাথে সর্বোচ্চ 800W সোলার প্যানেল।
⭐ 40Amp কান্ট্রোলার 12V ব্যাটারির সাথে সর্বোচ্চ 520W সোলার প্যানেল।
⭐ 40Amp কান্ট্রোলার 24V ব্যাটারির সাথে সর্বোচ্চ 1040W সোলার প্যানেল।
 
Real ৩০এম্পিয়ার ও ৪০ এম্পিয়ার পাওয়ার ক্যাপাসিটি সম্পন্ন এই চার্জ কন্ট্রোলারটিতে রয়েছে হেভি ডিউটি হিটসিংক। সাধারন কন্ট্রোলারের ন্যায় গরম হয়ে বন্ধ হয়ে যাওয়া বা এনার্জি লসের মত সমস্যা ফেস করতে হবে না এতে। তাই আসন্ন গ্রীষ্মে নিশ্চিন্তে এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন।