অনেক সময়ই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ক্রয় করতে আমাদের একটি দ্বিধাদ্বন্দ কাজ করে। সেটা হলো আমি কি রেডিমেড সিলড টাইপ ব্যাটারি প্যাক ক্রয় করব নাকি কাস্টম ব্যাটারি প্যাক ক্রয় করব? এর অন্যতম কারন হলো পূর্বে LiFePO4 বা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির প্রিজমেটিক সেলগুলো (চারকোনা টাইপের ব্যাটারি সেল) কাস্টম ব্যাটারি প্যাক আকারে বাজারে পাওয়া যেত। এখন নতুন সিলড টাইপ ব্যাটারির আবির্ভাব হওয়াতে আরো কিছুটা ধোয়াঁশা তৈরী হয়েছে। তো চলুন জেনে নেই এই দু’টি ব্যাটারির মধ্যে তুলনামূলক পার্থক্য এবং Advantage ও Disadvantage সমূহ।
১) Sealed type ব্যাটারিগুলোর অন্যতম এডভেন্টেজ হলো এগুলো অপেক্ষাকৃত কম মূল্যে পাওয়া যাচ্ছে। কাস্টম প্রিজমেটিক সেল দিয়ে যে ব্যাটারিগুলো তৈরী করা হয় তার ৮০% মূল্যেই এ ব্যাটারি প্যাক আপনি ক্রয় করতে পারবেন।
কিন্তু....কিন্তু... বেশিরভাগ Sealed type এর ব্যাটারিতে ব্যবহৃত হয় সিলিন্ডার টাইপের সেল যেরকম নিম্নের ছবিতে দেখানো হয়েছে। এর সাইকেল লাইফ সাধারনত ২০০০-২৫০০ হয়ে থাকে। অন্যদিকে প্রিজমেটিক সেলগুলো ব্র্যান্ডভেদে ৩৫০০-৮০০০ সাইকেল হয়।
তাছাড়া সেলগুলো বাহির থেকে দেখার কোন উপায় নেই। তাই আপনাকে অনেকটা কোম্পানির আশ্বাসের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে কাস্টম সেলগুলো আপনি QR কোড ভেরিফিকেশন সহ সেলগুলো নতুন কিনা তা যাচাই করতে পারছেন।
২) সিলিন্ডার টাইপ ব্যাটারিগুলো উচ্চ ক্যাপাসিটি মানের হয়না, সাধারনত 6Ah-15Ah এর হয়। তাই অনেকগুলো সিরিজ ও প্যারালাল করে connection দেয়ার মাধ্যমে একটি ব্যাটারি প্যাক তৈরী করা হয়। এর ফলে দু’একটি সেল Degrade হয়ে গেলেও ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি হ্রাস পাওয়া ছাড়া তেমন সমস্যা হয়না। তাই আপনার ব্যাটারি প্যাকটি আগামি 5 বছরও চলতে পরে অথচ আপনি এর সমস্যা শনাক্ত করতে পারবেন না।
অন্যদিকে প্রিজমেটিক সেলগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন যেমন 100Ah-280Ah হয়। তাই মাত্র ৪টি সেল ব্যবহার করে 100Ah 12V প্যাক তৈরী করা সম্ভব। এর ফলে আপনি স্মার্ট বিএমএস থেকে তা দ্রুত শনাক্ত করতে পারবেন এবং ওয়ারেন্টি ক্লেইম করতে পারবেন।
৩) Sealed ব্যাটারিগুলোত বিএমএস ইন্টিগ্রেটেড থাকায় আপনাকে আলাদা করে বিএমএস ক্রয় করতে হচ্ছে না। কিন্তু একটি মানসম্পত্ত বিএমএস ব্যাটারির Performance ও Longevity নিশ্চিত করে ব্যাটারি সেলগুলো Precisely ব্যালেন্স করার মাধ্যমে। এক্ষেত্রেও আপনাকে মেনুফেকচারের কথার উপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে কাস্টম ব্যাটারি প্যাকে DALY/ JK/ TDS ব্যান্ডের মানসম্মত বিএমএস যুক্ত হয়ে আসছে।
৪) ব্যাটারি প্যকটি সম্পূর্ণ সীল থাকায় বাহিরের ধুলা থেকে এটা মুক্ত থাকে। অন্যদিকে কাস্টম ব্যাটারি প্যাকটি অনেকটা খোলা থাকায় ধুলোবালি বা শর্টসার্কিটের আশংকা থাকে। এটি একটি সমস্যা। তবে বর্তমানে কাস্টম ব্যাটারি প্যাকগুলোও স্টীলের এনক্লোজারে বাজারজাত করা হচ্ছে।
তো এখন বাজেট এবং সিদ্ধান্ত আপনার!