![সোলার ইনভার্টার মডিফাইড ওয়েভ নাকি পিওর সাইন ওয়েভ কিনবেন?](https://www.bdtronics.com/media/magefan_blog/429584127_338258442549434_8040572718563619763_n_2.jpg)
গরমে লোডশেডিং একটি নিত্যনৈমত্যিক ঘটনা। তাই পূর্ব থেকেই স্বস্তির জন্য নিজের বাজেট অনুযায়ি আইপিস/ সোলার সিস্টেম/ হাইব্রিড সোলার ইনভার্টার বা শুধু ইনভার্টার ক্রয় করতে দেখা যায়। আইপিএসের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। তবে ”ইনভার্টার” বললে আমরা কেউ কেউ কিছু বুঝতে পারি না।
সহজ বাংলায় ইনভার্টার বলতে আমরা বুঝে যে মেশিন ব্যাটারি থেকে ২২০ ভোল্ট এসি বিদ্যু]ৎ উৎপন্ন করতে পারে। আমাদের গৃহস্থালি ইলেক্ট্রনিক্স আইটেমগুলো ব্যাটারি থেকে সরাসরি চলতে পারেনা। কেননা এটা ব্যাটারি DC (Direct Current) কারেন্ট সরবরাহ করে। অন্যদিকে এই যন্ত্রগুলি পরিচলনা করতে প্রেয়োজন 220V AC (Alternating Current). তাই ইনভার্টার মেশিন ব্যবহার করে ডিসি কে এসিতে রূপান্তর করা হয়। সেই হিসাবে আইপিএস ও একটি ইনভার্টার। আমাদের বাসা বাড়িতে Government থেকে যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় সেটা হলো AC current এবং এর আউটপুট হলো পিওর সাইনওয়েভ।
বাজারে দুই ধরনের ইনভার্টার মেশিন পাওয়া যায়।
১) মডিফাইড ওয়েভ ইনভার্টার: এই টাইপে ইনভার্টার গুলো উৎপাদন প্রক্রিয়া সহজ হওয়ায় স্বল্পদামে এগুলো পাওয়া যায়। কিন্তু এর আউটপুট আমাদের বাসা বাড়িতে দেয়া লাইনের মতে পিওর সাইন ওয়েভ না হওয়াতে এটি সেন্সিটিভ গৃহস্থালি যন্ত্রপাতি পরিচলানার জন্য উপযোগি নয়। সহজ কথায় ইন্ডাকটিভ লোড যেমন ট্রান্সফরমার, কয়েল ইত্যাদি ব্যবহৃত হয়েছে এমন কোন যন্ত্রে এটি এনার্জি লস করে এবং Heating এর দ্বারা অতিরিক্ত এনার্জি ব্যয় করে। এর ফলে যন্ত্রটি গরম হওয়া, ট্রান্সফরমার, ইন্ডাক্টর থেকে শব্দ হওয়া সহ নানাবিধ সমস্যা দেখা দেয়। কিন্তু সিম্পল এপ্লায়েন্স যেমন ফ্যান, লাইট ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। অপেক্ষাকৃত কমদামে এটি Available হওয়াতে এটা জনপ্রিয়।
২) পিওর সাইন ওয়েভ ইনভার্টার: এই টাইপে ইনভার্টার গুলো উৎপাদন প্রক্রিয়া অধিকতর কমপ্লেক্স ও ব্যয়বহুল। কিন্তু এটা AC কারেন্টের জন্য প্রযোজ্য সঠিক ওয়েভফর্মটি আউটপুট দেয়ার কারনে এর দ্বারা সকল ধরনের যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, কম্পিউটার, স্পিকার ইত্যাদি নিরাপদে পরিচলানা করা যায়। এর ইফেসিয়েন্সি-ও মডিফাইড ওয়েভ ইনভার্টারের এর তুলনায় কিছুটা বেশি। তবে এর একটি ডাউন সাইড হচ্ছে এটি অপেক্ষাকৃত এক্সপেনসিভ।
তাই ইনভার্টার ক্রয়ের ক্ষেত্রে বাজেটের পাশপাশি আপনি কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে চাচ্ছেন সে বিষয়ে খেয়াল রাখা জরুরি।