সোলার সিস্টেমে PV/ Photovoltaic ক্যাবল ব্যবহারের গুরুত্ব
⭐ Best photovoltaic/ PV cable for your solar system is now available only on ???? BDTronics ????
--------
সোলার সিস্টেমের একটি অপরিহার্য কম্পোনেন্ট হল কেবল যেটার গুরুত্ব অনেক সময় আমরা এড়িয়ে যাই।
 
আপনি আপনার বাড়ি/অফিসের সোলার সিস্টেমের জন্য বাজারের সবচেয়ে ভালো মানের সোলার প্যানেলটি ক্রয় করলেন এবং এতে ২০ বছরের ওয়ারেন্টি পেলেন। অথচ, খরচ বাঁচাতে তেমন যাচাই বাছাই না করেই ক্যাবল কিনে ফেললেন। এতে কি কি জটিলতা হতে পারে?
 
❌নিম্নমানে ক্যাবলের কপার/ তামার কোয়ালিটি ভাল না হওয়ায় এর রেজিস্টেন্স বেশি হয়। যার ফলে আপনার সিস্টেমে Voltage drop ও energy loss হচ্ছে। সোলার পেনেল থেকে প্রাপ্ত ভোল্টেজের চেয়ে কম পাওয়ায় প্রত্যাশিত power output পাচ্ছেন না। এমনকি আরো সোলার পেনেল এড করেও এর রেমিডি হচ্ছে না।
❌বেশির ভাগ ক্ষেত্রে সোলার সিস্টেমের জন্য নির্দেশিত ফটোভোলটাইক/ পিভি কেবল ব্যবহার না করে সাধারন ডিসি কেবল ব্যবহারের ফলে কিছুদিন পর তা নষ্ট হয়ে যাচ্ছে বা সিস্টেমের পারফরমেন্স কমে যাচ্ছে। অন্যদিকে ফটোভোলটাইক কেবল ২০-২৫ বছর অনায়াসে সার্ভিস দেয়।
❌সাধারন ডিসি কেবলের কপার টিনড না হওয়ায় কিছুদিন পর বৃষ্টি/ পানির সংস্পর্শে এসে oxidation এর ফলে তামার পরিবাহিতা ও স্থায়িত্ব নষ্ট হয়ে যাচ্ছে।
❌সাধারন ডিসি কেবেলে একটি মাত্র ইনসুলেশন লেয়ার থাকে যেটা পিভিসি নামক প্লাস্টিকের তৈরী। কারন হলো, এটি মূলতঃ ইনডোরে ব্যবহারের জন্য তৈরী। ফলে সূর্যালোকের UV-ray এর সংস্পর্শে এটা degrade হয়ে যায় এবং কয়েকবছর ব্যবহারের পর শর্টসার্কিটের আশঙ্কা থাকে।
❌ক্যাবলে কপারের পরিমান সঠিক না হওয়ায় তা পর্যাপ্ত পরিমান current সরবরাহ করতে পারছে না এবং কেবল উত্তপ্ত হয়ে যাচ্ছে। তার উপর রোদের তাপে এর temperature অধিক বৃদ্ধির ফলে রেজিস্টেন্স আরো বৃদ্ধি পাচ্ছে।
❌শর্টসার্কিটের ফলে আপনার সোলার পেনেল, ইনভার্টারে আগুন লাগা থেকে জীবন বিপন্ন হওয়ার মত দূর্ঘটনা ঘটতে পারে।
তাই আপনার সোলার সিস্টেম থেকে সঠিক আউটপুট পেতে, দীর্ঘকালীন সাভিস পেতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সার্টিফাইড পিভি/ ফটোভোলটাইক ক্যাবল ব্যবহার করুন।