1200VA (1000W) 12V অফ-গ্রিড সোলার ইনভার্টার/ সোলার আইপিএস (Solar IPS)
সকলের চাহিদা এক নয়। যেমন ছোট বাড়িতে ৪টি ফ্যান, ৪টি লাইট একটি কম্পিউটার পরিচালনার প্রয়োজন পরে। তারা কি 2000-3000W ইনভার্টার ক্রয় করবে? তাই সকলের চাহিদার কথা বিবেচনা করে BDTronics নিয়ে আসছে ছোট সাইজের অফ-গ্রিড ইনভার্টার। মাত্র একটি 12V লেড এসিড/ টলটিবিউলার/ লিথিয়াম ব্যাটারি থেকে চলবে এটি।
 
 

কেন ব্যবহার করবেন?

১) বিদ্যুৎ বিল সেভ: সাধারন আইপিস গভার্নমেন্ট বিদ্যুৎ সংযোগ থেকে আপনার ব্যাটারি চার্জ করে এতে আপনার গুনতে হয় বাড়তি বিদ্যুৎ বিল।
কিন্তু এ মেশিনটি সরাসরি সূর্য থেকে আপনার ব্যাটারী চার্জ করবে এবং বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করবে কোন প্রকার সরকারি গ্রিড লাইন এর পাওয়ার ব্যবহার করা ছাড়াই।
২) ব্যাকআপ: যেমন ধরুন বিদ্যুৎ চলে গেল। এই Off-grid inverter/IPS আপনাকে ব্যাটারি থেকে ব্যাকআপ দিকে পারবে এবং সূর্যশক্তি থাকলে তা ব্যবহার করবে। তাই পাচ্ছেন দীর্ঘক্ষণ ব্যাকআপ।
৩) স্মাট কনফিগারেশন: আপনার এলাকায় বিদ্যুতের অবস্থার উপর কনফিগার করে নিতে পারবেন এ মেশিনটি। কখন কোন মাধ্যম থেকে ব্যাটারি চার্জ করবে ও বিদ্যুৎ সরবরাহ করবে priority অনুযায়ি সেট করে দেয়া যাবে।
৪) 40A MPPT: এটি লেটেস্ট MPPT সোলার চার্জিং টেকনোলজি ব্যবহার করে ৯৯% Efficiently আপনার সোলার প্যানেল থেকে এনার্জি হার্ভেস্ট করতে পারবে। যেখানে বাজারে PWM controller গুলোর এফিসিয়েন্সি মাত্র ৮০%. তাছাড়া সেগুলো হাইভোল্টেজ প্যানেল আরো বেশি এনার্জি লস করে।
তাছাড়া এটি সকল বাজারের সকল প্রকার ১২ভোল্ট, ২৪ভোল্ট সোলার প্যানেল সাপোর্ট করবে মেক্সিমাম 600ওয়াট সোলার প্যানেল। তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন Trina, Longi সহ সকল জনপ্রিয় ব্র্যান্ড।
৫) সাশ্রয়ী: পৃথকভাবে IPS, সোলার চার্জ কন্ট্রোলার, অটোমেটি সুইচ ইত্যাদি ক্রয় করা থেকে এই একটি মেশিনে সকল সুবিধা পাচ্ছেন যা অধিকতর সাশ্রয়ী।
 
 

কত ওয়াট লোড দেয়া যাবে?

এত সম্পূর্ণ ১০০০ ওয়াট লোড দেয়া যাবে। তবে দীর্ঘস্থায়িতা নিশ্চিত করতে নরমালি ৭৫% লোড দেয়া উচিত সকল প্রকার ইনভার্টারে। বিশেষ ক্ষেত্রে যেমন ধরুন ৩০মিনিট ১০০০ ওয়াটে চালনা করা হলো তারপর কমিয়ে দেয়া হলো।
 
 

কি কি ব্যবহার করা যাবে?

এটি ১২০০ভিএ/ ১০০০ওয়াট ইনভার্টার। যেমন ধরুন:
৪টি ফ্যান x ৮০ওয়াট = ৩২০ওয়াট
৪টি লাইট x ৪0ওয়াট = ১৬০ওয়াট
১টি কম্পিউটার = ২৫০ওয়াট
 
টোটাল = ৭৩০ ওয়াট
 
সাথে ১৫% লোডগুলো এনার্জি লস বিবেচনা করলেও ৮৪০ ওয়াট।