MPPT 20A, 30A এবং 40A এর পর এবার চলে আসলো SRNE Shiner Series এর 60A MPPT charge controller. আপনারা অবগত আছেন ২০২৩ সালের আগস্টে সর্বপ্রথম আমরা বাংলাদেশে SRNE MC series এর MPPT solar charge controller, SRNE hybrid inverter ও Bluetooth Module গুলো introduce করি (https://www.youtube.com/watch?v=8cdJkZw7izQ)।
সেই পথ ধরেই এবার আসল 60A MPPT controller যা 12V battery system এ সর্বোচ্চ 800W এবং 24V battery system এ সর্বোচ্চ 1600W solar panel সাপোর্ট করে। সেই সাথে 100V পর্যন্ত সোলার VOC (open circuit voltage) সাপোর্ট করে। বরাবরই অস্যংখ্য অনলাইন রিভিউতে SRNE Shiner ও MC Series এর পারফরমেন্স প্রমানিত যা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই।
আর চমক হিসেবে Bluetooth adapter এর পর এবার রয়েছে WiFi এডাপ্টার!!!
60A MPPT সোলার চার্জ কন্ট্রোলার SRNE Shiner Series
60A MPPT সোলার চার্জ কন্ট্রোলার SRNE Shiner Series
May 25, 2024
Loading...