বাড়িতে কিংবা অফিসে যারা কম বাজেটে সোলার IPS সেটাপ করতে চাচ্ছেন এবং এবং ভালো মানের মেশিন খুজছেন। এটা তাদের জন্য হতে পারে একটি পারফেক্ট চয়েজ।
এ ইনভার্টারটি গ্রামাঞ্চলে ব্যবহার উপোযোগী করে তৈরী। এতে রয়েছে Active Carbon Filter যা বাতাসের ধুলোবালি থেকে দিবে Maximum protection । এবং নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী সার্ভিস।
কেন ব্যবহার করবেন এ মেশিনটি?
⭐ সরাসরি সোলার এনার্জি থেকে আপনার বাড়ির গৃহস্থালি যন্ত্রপাতি কে এনার্জি (AC Current) সরবরাহ করবে এবং সেই সাথে ব্যাটারিও চার্জ করবে কোনরূপ Grid connection ছাড়া। অর্থাৎ সম্পূর্ণরূপে অফ-গ্রিডে কাজ করবে।
⭐ সোলার এনার্জি পর্যাপ্ত না হলে Priority অনুযায়ি Battery বা Grid থেকে এনার্জি সরবরাহ করবে। তাই আপনার বিদ্যুৎ বিল হবে সাধারন IPS এর তুলনায় অধিক সাশ্রয়ী। কেননা IPS এর ব্যাটারি চার্জ করতে অবশ্যই তা Grid থেকে এনার্জি নিতে হবে যা বিদ্যুৎ বিলে প্রভাব ফেলে।
ফটোতে দেখতে পাচ্ছেন কোন গ্রিড সংযোগ ছাড়াই 450W সোলার থেকে ব্যাটারি ও 200W লোডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।
⭐ এটি একটি অরিজিনাল 1600W/ 2000VA পাওয়ার রেটিং এর পিওর সাইনওয়েভ IPS যা দ্বারা গৃহস্থালির যে কোন সেন্সিটিভ যন্ত্রপাতি নিরাপদে ব্যবহার করা যাবে
⭐ 400V পর্যন্ত মেক্সিমাম সোলার প্যানেল VOC/ Open circuit Voltage এবং 2000W পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করবে।
⭐ এতে বিল্টইন রয়েছে 40A MPPT Charge Controller (> 98% EFFICIENCY) তাই আলাদা করে গুনতে হবেনা চার্জ কন্ট্রোলারের জন্য বাড়তি টাকা।
⭐ 40A-এ গ্রিড থেকে চার্জিং করতে পারে। যা সাধারন IPS এর 10A/20A থেকে কয়েকগুন বেশি ও দ্রুত চার্জ করতে পারে। লিথিয়াম ব্যাটারির জন্য বিশেষ করে এটি একটি প্লাস পয়েন্ট
⭐ রয়েছে ওভারচার্জি, ওভার ডিসচার্জ, প্রোটেকশন সহ সকল সুবিধা।
⭐ 400Ah পর্যন্ত লেড এসিড, টল বিটিউলার, জেল, লিথিয়াম সহ সকল ব্যাটারি সাপোর্ট করে মেক্সিমাম ৮০ এম্পিয়ার চার্জি কারেন্ট-এ।