LiitoKala 30Ah Lithium Iron Phosphate ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি টেস্ট

LiitoKala 30Ah LiFePO4 এর রিয়েল ক্যাপাসিটি টেস্টের জন্য অনেকেই রিকুয়েস্ট করেছেন

ছবিতে একটি সিঙ্গেল LiFePO4 Battery Cell কে Full Charged অবস্থা থেকে 25A discharge current rate এ সম্পূর্ণরূপে ডিসচার্জ করা হয়েছে। ফাইনাল ডিসচার্জ Cut-off ভোল্টেজ হলো 2.5V (as per the manufacturer specification). দেখতে পাচ্ছি দীর্ঘ ১ঘন্টা ১৩ মিনিট সময় লেগেছে এতে এবং আমরা ক্যাপাসিটি পেয়েছি 30174mAh অর্থাৎ 30Ah থেকে কিছুটা বেশি এবং Total stored energy 89W/h.


তাই এটা থেকে নিশ্চিত হওয়া যায় যে এ ব্যাটারিগুলো ব্র্যান্ড নিউ এবং A+ গ্রেডের। নিঃসন্দেহে যে কোন EV প্রোজেক্টে ব্যবহার উপযোগী। আর আইপিএস/ ইউপিএস তো বটেই। আর হ্যা এই সেলগুলো হচ্ছে 4000 cycle life এর.

তবে এর নিরাপদ ব্যবহার ও দীর্ঘস্থায়িতা নিশ্চিত করতে হলে অবশ্যই ভাল মানের BMS ব্যবহার করতে হবে এবং সেই সাথে নিরাপত্তার জন্য Full Charge এ Auto Cut-off হয় এরকম চার্জার ব্যবহার করতে হবে।