3D Printer এবং Desktop CNC মেশিন সার্ভিসিং আমাদের একটি নিত্যনৈমত্তিক কার্যক্রম। তবে এবার যেটি হল তা একটু আশ্চর্যজনক। একটি Bambu Lab P1S সার্ভিসিং এ আসলো। আমরা যে এ মডেলটি সার্ভিসিং করি না ঠিক তা না। প্রায় ২ বছরের অধিক সময় ধরে আমরা Bambu Lab প্রোডাক্ট নিয়ে কাজ করছি।
ব্যাপারটি হলো এ প্রিন্টারটি আসলো Extruder Jamming এর একটি কমপ্লেইন নিয়ে। সাধারনত ১০০০ ঘন্টার অধিক প্রিন্ট করার পরও একটি সিঙ্গেল Extruder ঘটিত কোন প্রব্লেম আমরা পাইনি এই sophisticated মেশিনটিতে এবং 97% প্রব্লেমই ইউজারদের ভুলের কারনে হয়ে থাকে।
তো সার্ভিসিং এর পালা। Bambulab এর Extruder disassembly এবং complex এবং time consuming প্রসেস। Jamming এর কারন অনুসন্ধানে প্রতিটি যন্ত্রাংশ পার্ট বাই পার্ট খোলা হলো এবং যা পাওয়া গেল ছবিতে দেখানো হয়েছে।
মূলতঃ ফিলামেন্ট গলে তা extruder এ রয়ে গেছে। আরও বিস্তারিত জানতে চাইলে জানা গেলে, জেনৈক Bambulab owner সাধারনত ABS ফিলামেন্ট ব্যবহার করেন যা উচ্চ তাপমাত্রা সহনিয় (softening point 100°C এবং melting point 240°C)। এই P1S মডেলটি enclosed হওয়ার করনে এ টাইপের ফিলামেন্ট খুব সহজে প্রিন্ট করা যায় এবং warping এর মত জটিলতায় পরতে হয়না। কিন্তু তারপরই তিনি PLA প্রিন্ট করতে চাইলেন যার (softening point 60°C এবং melting point 170°C) এবং সঠিক temperature সিলেক্ট না করায় অত্যাধিক তাপে গলে তা extruder পর্যন্ত পৌছে যায় এবং সম্পূর্ন মেকানিজমটিতে অকেজো করে দেয়। Extruder jam হওয়ার পরও দীর্ঘক্ষণ মেশিনটি রান হয় এবং সৌভাগ্যবশত gear এর কোন সমস্যা হয়নি। এবং সার্ভিসিং এর পর মেশিনটি পুনরায় সচল হয়।
শিক্ষনীয়ঃ অনেকই Bambulab মেশিনে remotely print করে থাকেন। সামান্য ভুলে আপনার এই expensive মেশিনটি ডেমেজ হয়ে যেতে পারে। তাই প্রতিবার প্রিন্টের পূর্বে স্বশরীরে ফিলামেন্ট যাচাই করা এবং Slicing এর সময় double check করে নেয়া উচিত।