এবার LiFePO4 ব্যাটারি প্যাক হবে CATL-এ। 16S/ 48V 120Ah ক্যাপাসিটির সম্পূর্ণ নতুন এই প্যাকটি তৈরী হবে Growatt 5000ES Hybrid সোলার ইনভার্টারের সাথে ব্যবহারের জন্য।
(একটি ছবিতে EVE 105Ah ও CATL 120Ah সেলের সাইজের পার্থক্য দেখানো হয়েছে)
CATL ব্যাটারি প্যাকটি 6144Wh পরিমাণ এনার্জি সঞ্চয় করতে সক্ষম হবে এর ইন্টারনাল রেজিস্টেন্স (IR) 0.33 milliOhms. এ প্রিজমেটিক সেলগুলো মেনুফেকচারিং এর পরপরই প্রতিটি সেল এর body তে IR উল্লেখ করে দেয়া হয়। তাই কমপক্ষে ১৫ বছর নিশ্চিন্ত সার্ভিস দিয়ে যাবে বলে আশা করা যায়।
এই সিস্টেমে ব্যবহার করা হবে JK অথবা DALY 100A Smart BMS যা 200A এ peak ডিসচার্জ করতে সক্ষম। দুটিই সাপোর্ট করে RS485/ CAN bus.