জেনুইন MOSFET ব্যবহার করা কতটুকু গুরুত্বপূর্ণ?
ইলেক্ট্রনিক্স নিয়ে কাজ করতে গেলে যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টসুগুলো সম্মুখে আসে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মসফেট (MOSFET - Metal oxide semiconductor field effect transistor). অনেকসময় দেখা যায় এগুলো একবার নষ্ট হয়ে গেলে নতুন রিপ্লেসমেন্ট ব্যবহারের কিছু দিনের মধ্যে আবার পুড়ে যাচ্ছে। এর কারন কি?
MOSFET ক্রয়ের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ই original এর বদলে cheap টা খোঁজ করি। মনে রাখতে হবে যে, MOSFET সিলেক্টের সময় এর বেশ কয়েকটি parameter এর প্রতি লক্ষ্য রাখতে হয় তার মধ্যে রয়েছে:
 
  • - RDS(on): যা সহজ কথায় (Drain to Source) conduction এর সময় এর ইন্টারনাল রেজিস্টেন্স কত হবে। ইন্টারনাল রেজিস্টেন্স/ বাঁধা যত কম হবে তত সহজে সেটি electron/ current প্রবাহ করতে পারবে এবং তত সহজে heat হবে না। অর্থাৎ অনায়াসে সার্ভিস দিতে পারবে।
     
  • Q(g) Total Gate Charge: বেশিরভাগ সময়ই MOSFET সুইচিং এর কাজে ব্যবহৃত হয়। খুব দ্রুত High Frequency সুইচিং এর ফলে এর Gate এ একধরনের ক্যাপাসিটেন্স তৈরী হয় যা এর নির্দিষ্ট মানের বেশি হলে properly switching হবে না যার ফলে এটি পুড়ে যাবে। এটি Mosfet এর datasheet এ উল্লেখ করা থাকে সর্বোচ্চ কত Hz/ Khz/ এ সুইচ করা যাবে
  • t(rr) Reverse Recovery Time: সহজ কথায় প্রতিটি MOSFET সুইচিং এর সময় এর internal delay থাকে। যা সঠিকভাবে কাজ করতে প্রজেক্টের ডিজাইনের সময় গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।
 
নিম্নমানের হওয়ায় বা জেনুইন না হওয়ায় এই MOSFET এর parameter এর মানের ঠিক থাকে না যার ফলে repair এর পর ইলেক্ট্রনিক্স ডিভাইসটি বেশিদিন স্থায়ী হয় না। তাই যে কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস repair এর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন মসফেটটি জেনুইন ব্র্যান্ডের হয়।