![প্রফেশনাল কাজের জন্য চাই প্রফেশনাল টুলস](https://www.bdtronics.com/media/magefan_blog/424780812_317336067975005_479941082388041096_n.jpg)
Precision SMD parts soldering বা টুকটাক সোলডারিং এর কাজ। যেটাই হোক না কেন, আপনার সোলডারিং আয়রনটি যদি সঠিক temperature নিশ্চিত করতে না পারে তাহলে কি কি সমস্যা হতে পারে?
১) পার্টস properly সোল্ডারিং না হওয়া বা bad joints/ cold joints.
২) অধিক তামপাত্রার কারনে নষ্ট হয়ে যেতে পারে সেন্সিটিভ ইলেক্ট্রনিক্স কম্পোনেন্টস।
৩) এমনকি PCB এর tracks গুলো burn হয়ে যেতে পারে বা উঠে যেতে পারে।
৪) পর্যাপ্ত তাপমাত্রা দ্রুত সরবরাহ না করার কারনে soldering lead গলতে অসুবিধা
৫) যারা প্রফেশনাল এবং নিয়মিত এ কাজ করেন তাদের অধিক সময় নষ্ট হয় এর ফলে।
তাই BDTronics নিয়ে এলো এবার ATETOOL brand এর প্রফেশনাল সোল্ডারিং টুলস/ soldering kits। মাত্র ৮ সেকেন্ডে রেডি, এডভান্সড পিআইডি এলগরিদম এর দ্বারা অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল। সাথে রয়েছে অরিজিনাল Soldering iron tips. ৩টি ভিন্ন ভিন্ন কাজের জন্য টুলসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন BDTronics dot com.