প্রফেশনাল সোল্ডারিং টুলস ও মেটেরিয়াল

সোল্ডারিং করতে গেলে cold joint/ bad joint একটি কমন প্রব্লেম। অনেকসময় একটি pad জয়েন্ট করতে অনেক কাটখড় পোহাতে হয় এবং নষ্ট হয় অনেক সময়। আবার এমনও হয় re-solder করতে করতে একসময় PCB এর pad টিই নষ্ট হয়ে যায়।


এর থেকে প্রতিকার পেতে অনলাইনে নানারকম tips ও tricks এরও যেন শেষ নেই। কিন্তু প্রকৃতপক্ষে একটি ভাল soldering iron ও material ব্যবহার না করলে কখনও সোল্ডারিং করে পরিতৃপ্তি লাভ করা যায় না। বিশেষ করে প্রফেশনালদের নিকট এক্সপেনসিভ টুলস থেকে সময়ের মূল্য অনেক বেশি।


তাই BDTronics নিয়ে এল ATETOOL ব্র্যান্ডের প্রফেশনাল সোল্ডারিং টুলস ও জেনুইন Mechanic ব্র্যান্ডের soldering lead, flux এবং soldering paste.