আপনারা অনেকে BDTronics ব্র্যান্ডের DC to 220V AC (1600W-3000W) Pure Sine Wave Inverter গুলো ব্যবহার করে আসছেন। এই ডিভাইসগুলো Inverter এর ফান্ডামেন্টাল ফাংশনটা প্রদান করে। অর্থাৎ হাই ফ্রিকুয়েন্সি পিওর সাইনওয়েভ ইনভার্টারের কাজটি করে।
এটি ব্যবহার করে গিয়ে আমরা অনেক রিকুয়েস্ট পেয়েছি যে ইনভার্টারে গ্রিড থেকে চার্জিং ও সোলার চার্জিং এর সুবিধা থাকলে খুব ভালো হতো। আমাদের approach ছিল ভিন্ন। যেন আপনারা ইনভার্টারটির সাথে চার্জার ও পছন্দ অনুযায়ি চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
তবে UPS/IPS ফাংশন যোগ করার উপর আমরা ইতিমধ্যে কাজ করছি। তাই শীঘ্রই চলে আসবে BDTronics ব্র্যান্ডের সম্পূর্ণ Digital ATS (Automatic Transfer Switch).
কি কি থাকছে এতে?
১) এতে থাকবে এক্সটারনাল গ্রিড চার্জার ও সোলার চার্জ কন্ট্রোলার কানেক্ট দেয়ার পোর্ট (সর্বোচ্চ 40A)। আপনি priority সেট করে দিতে পারবেন। যখন সোলার available থাকবে, এটি সোলার থেকে চার্জ হবে। অন্যথায় অসম্পূর্ণ ব্যাটারি চার্জ হবে গ্রিড থেকে। তাই বিদ্যুৎ সাশ্রয়ী ও দিবে ব্যাকআপের নিশ্চয়তা।
২) থাকবে intelligent Current Sensing technology. মেঘলা দিনে সোলার থেকে প্রাপ্ত কারেন্ট নির্দিষ্ট মাত্রার কম হলে, গ্রিড এ সুইচ করবে।
৩) ব্যবহার করা যাবে আমাদের ১৬০০-৩০০০ওয়াট যে কোন পিওর সাইনওয়েভ ইনভার্টারের সাথে। ও ২০০০ ওয়াটের যেকোন নন আইপিএস ইনভার্টারকে আইপিএস করা যাবে।
৪) যে কোন হাইব্রিড ইনভার্টারের ন্যয় লাইভ ও নিউট্রাল দু’টি লাইন গ্রিড থেকে ব্যাকআপে সুইচ হবে।
৫) এলসিটি ডিসপ্লে এর সাহায্যে কনফিগার করা যাবে।
এবং ভবিষ্যতে ব্লুটুথ ব্যবহার করে smart phone দ্বারা সেটিং চেঞ্জ করা ও internet cloud এর সাথে কানেক্ট দেয়াসহ থাকবে আরো অনেক চমকপ্রদ ফিচার। প্রিমিয়াম কভারে শীঘ্রই এভেলএভল হবে ইনশাআল্লাহ্।