![সোলার সিস্টেমের জন্য কেবল কোনটি বেস্ট?](https://www.bdtronics.com/media/magefan_blog/392865336_335484382826840_397790060619844095_n.jpg)
আমরা একটি Inquiry মাঝেমধ্যে পেয়ে থাকি যে, Panyu ডিসি কেবল আমাদের সোলার কেবল থেকে কম দামে পাওয়া যায় তো সোলার সিস্টেমে TUV 2PfG 1169 DC Solar Cable কেন ব্যবহার করবেন?
তাই বিষয়টি পরিস্কার করার জন্য নিম্নে একটি তুলনামূল্য পার্থক্য তুলো ধরা হলো। এটা কোন ব্র্যান্ডকে ছোট করার জন্য নয় বরং দু’টি কেবলের ব্যবহার করার এরিয়া বা applications টা তুলনা করে দেখানো যাতে আপনার জন্য উপযোগীটা বাছাই করতে পারেন।
অন্যভাবে বলা যায়, Panyu Cable যেমন সোলার সিস্টেমে ব্যবহার করার উপযোগী নয়। তেমনি TUV 2PfG 1165 ডিসি সোলার ক্যাবলও মেশিনে বা টেলিকমিউনিকেশনে ব্যবহারের উপযোগী নয়।