এই দাবদাহের সাথে যুক্ত বিদ্যুৎ বিভ্রাটের কারনে অনেকেই ঝুঁকছেন সোলার সিস্টেমের দিকে। কিন্তু এটি সম্পর্কে পরিস্কার ধারণা না থাকায় অনেকেই বুঝে উঠতে পারেন না আপনার চাহিদা কত ওয়াটের লোড, সোলার পেনেল, সাথে কি ব্যাটারি লাগবে বা চার্জ কন্ট্রোলারই বা কি হবে।
ব্যাপারটি কিছুটা সহজ করতে BDTtronics নিয়ে এসেছে Solar System Calculator. তো বিক্রেতাদের রিপ্লাইয়ের অপক্ষে না করে আজই জেনে নিন।
কিভাবে ব্যবহার করতে হবে এই Tool?
১) লিংকটি ভিজিট করুন: https://www.bdtronics.com/solarcalculator
২) Step 1 (appliance loads) সেকশনে আপনার কতগুলো লোড আছে এবং তাদের সম্ভাব্য লোড কত Watt লিখুন। যেমন ধরুন Fan রয়েছে ৩টি। তো Number of units হবে "3". প্রতিটি Fan এর power 80W করে। তাহলে Watt rating এর ঘরে লিখুন 80। আর ধরুন এগুলো আপনি ৬ঘন্টা ব্যাকআপ চান। সেক্ষেত্রে Backup Hours এর বক্সে "6" লিখুন। এভাবে প্রয়োজনীয় সবগুলো লোড add করুন যেমন Light, TV, Fridge ইত্যাদি।
৩) Step 2 সেকশনে আপনি DC না AC system সেটাপ করতে চান তা সিলেক্ট করুন।
a) আপনি যদি শুধু DC Fan, Light ব্যবহার করতে চান সেক্ষেত্রে DC সিলেক্ট করুন। যদি টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি ব্যবহার করতে হয়। তবে আপনার ইনভার্টার লাগবে তাই সেক্ষেত্রে AC সিস্টেম সিলেক্ট করুন।
b) তারপর Battery Voltage সিলেক্ট করুন। ধরুন AC 3000W inverter 24V সিস্টেমের। তাহলে আপনাকে DC 24V সিলেক্ট করতে হবে।
অন্যান্য parameter গুলো যেমন আছে তাই রাখতে পারেন।
এরপর Calculate বাটনে ক্লিক করলে আপনার সোলার সিস্টেমের জন্য প্রয়োজনীয় সকল তথ্য স্ক্রিনে দেখানো হবে।
[Disclaimer: This tool is designed for solar systems focusing on the minimum required parameters to provide a basic idea of the system. To get an accurate estimation, please confirm with a professional/ technician to assess your requirements before purchasing and installation.]